২০১৮ সালের প্রথম ছয় মাসের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার অবস্থার নিন্মোক্ত বিষয়গুলো বর্ণনা করা হলোঃ
মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান: জানুয়ারি-জুন ২০১৮
সারসংক্ষেপ
ক. রাষ্ট্রীয় নিপীড়ন ও দায়মুক্তি
     -বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
     -গুম
     -আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে নির্যাতন, অমানবিক আচরণ ও জবাবদিহিতার অভাব
     -কারাগারের পরিস্থিতি 
     -রাজনৈতিক নিপীড়ন ও সভা-সমাবেশে বাধা
     -ক্ষমতাসীনদলের দুর্বৃত্তায়ন
খ. গণপিটুনীতে মানুষ হত্যা
গ. ‘চরমপন্থা’ ও মানবাধিকার
ঘ. অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
     -দুর্নীতি দমন কমিশন
     -নির্বাচন কমিশন
     -স্থানীয় সরকার ও উপ-নির্বাচন
     -খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন
ঙ. মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা
     -নিবর্তনমূলক আইন
     -সংবাদ মাধ্যমের স্বাধীনতা
চ. শ্রমিকদের অধিকার
     -আনুষ্ঠানিক ক্ষেত্র (ফরমাল সেক্টর) 
     -অনানুষ্ঠানিক ক্ষেত্র (ইনফরমাল সেক্টর) 
     -অভিবাসী নারী শ্রমিকদের অবস্থা 
ছ. প্রতিবেশী দেশঃ ভারত এবং মিয়ানমার
     -বাংলাদেশের ওপর ভারতের আগ্রাসন
     -রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর গণহত্যা
জ.নারীর প্রতি সহিংসতা
ঝ. ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ বাল্য বিবাহের সম্ভবনাকে বাড়িয়ে তুলেছে
ঞ. মানবাধিকার কর্মকাণ্ডে বাধা
সুপারিশ
এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।
 
 
	  


