স্বৈরশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ এর সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেয়া কয়েকজন মানবাধিকারকর্মী, আইনজীবী ও শিক্ষকের উদ্যোগে ১৯৯৪ সালের ১০ অক্টোবর মানবাধিকার সংগঠন অধিকার প্রতিষ্ঠিত হয়। গত ২৭ বছর ধরে অধিকার জনগণের নাগরিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় নিরন্তর সংগ্রাম করে চলেছে। অধিকার রাষ্ট্রর হাতে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরে জনগণকে সচেতন করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের বিষয়ে প্রচারাভিযান চালানো, প্রতিবাদ জানানো এবং রাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত রাখবার জন্য সব সময়ই সচেষ্ট থেকেছে। দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা চালু থাকার কারণে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। অধিকার মানবাধিকারের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং দেশের বিভিন্ন জেলার মানবাধিকারকর্মীদের পাঠানো প্রতিবেদন ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০২১ প্রকাশ করেছে।
এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।