অধিকার তিন মাসের (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১) মানবাধিকার প্রতিবেদন প্রস্তুত করেছে। এই প্রতিবেদনটিতে নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনসহ রাষ্ট্রীয় নিপীড়ন, জীবনের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা, নারীর প্রতি সহিংসতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করা হয়েছে। কর্তৃত্ববাদী সরকার বিরোধী রাজনীতিতে জড়িত থাকা ও ভিন্নমতের কারণে অনেক মানুষের ওপর গ্রেফতার, নির্যাতন ও মামলা দায়েরের মাধ্যমে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে। সরকার বিরোধীদল ও ভিন্নমতাবলম্বীদের সভা-সমাবেশ করার অধিকার নির্মমভাবে দমন করেছে।
এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।