Odhikar

বাংলাদেশ: বার্ষিক মানবাধিকার প্রতিবেদন ২০২৪

১৯৯৪ সালে একটি মানবাধিকার সংস্থা হিসেবে প্রতিষ্ঠার পর থেকে অধিকার রাষ্ট্র কর্তৃক সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি তুলে ধরেছে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের জন্য ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে আসছে, রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অধিকারএর ২০২৪ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে (ক) কর্তৃত্ববাদী শাসক হাসিনার ১ জানুয়ারি থেকে ৫ অগাস্ট ২০২৪ পর্যন্ত সময়কালের উল্লেখযোগ্য অংশ। দ্বিতীয়ভাগে রয়েছে (খ) ৯ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অর্ন্তবর্তী সরকারের সময়কালের উল্লেখযোগ্য অংশ। তৃতীয়ভাগে রয়েছে (গ) ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসিনা এবং অন্তর্বর্তী সরকারেরর সময়ে অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো। উল্লেখ্য, ৫ থেকে ৮ অগাস্ট ২০২৪ পর্যন্ত সময়ে বাংলাদেশে কোনো সরকার ছিল না।

Subscribe

Subscribe to our e-mail newsletter to receive updates.

, , , , , , , , , ,