২০২০ সালের ১০ অক্টোবর অধিকার ২৬ বছরে পদার্পন করছে। ১৯৯৪ সালের এই দিনে সামরিক স্বৈরশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ এর অবৈধ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেয়া কয়েকজনের প্রচেষ্টায় মানবাধিকার কর্মীদের সংগঠন অধিকার প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠিত হবার পর থেকে রাষ্ট্রের হাতে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরে জনগণকে সচেতন করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকার এর বিষয়ে প্রচারাভিযান চালানো, প্রতিবাদ জানানো এবং রাষ্ট্রকে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত রাখার জন্য একটি গণভিত্তিক মানবাধিকার সংগঠন হিসেবে অধিকার সব সময়ই সচেষ্ট থেকেছে। অধিকার তার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারের বিরুদ্ধে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিয়োজিত জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। গত ২৬ বছর ধরে অধিকার তার পাশে দাঁড়ানো সমস্ত মানবাধিকারকর্মী, আন্তর্জাতিক সংস্থা, স্থানীয় নেটওয়ার্ক, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে; যারা অধিকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করার পাশাপাশি অধিকারের ওপর সরকারের নিপীড়নের বিরুদ্ধে প্রচারাভিযান চালিয়েছেন।
ভিকটিমদের মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকার কারনে ২০১৩ সাল থেকে বর্তমান সরকার অধিকার এর ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতিতেও অধিকার এর সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার কর্মীদের পাঠানো প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে অধিকার ২০২০ সালের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসের মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রতিবেদনে রাষ্ট্রীয় নিপীড়ন, জীবনের অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা থেকে জনগণকে বঞ্চিত করাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করা হয়েছে। বরাবরের মতই এই তিন মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক।
এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।