Odhikar

A comprehensive list of victims of enforced disappearance: January 2009 – June 2024

১. অধিকার এর প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৭০৯ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ১৫৫ জন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

1. According to the data collected by Odhikar, between January 2009 and June 2024, 709 people were subjected to enforced disappearances. Among them, 155 persons remain missing.

২. যদি ১৫৫ জন ”স্টিল ডিস্এ্যাপিয়ার্ড” এর তালিকা থেকে গুম হওয়া কোনও ব্যক্তিকে ফেরত দেয়া হয় তাহলে তাঁকে উল্লেখিত তালিকায় ‘’রিটার্নড’’ হিসাবে অন্তর্ভূক্ত করে তালিকাটি আপডেট করা হবে।

2. If any disappeared individual from the list of 155 “still disappeared” has since been returned, he will appear in the data as “returned” and the list will be updated accordingly.

৩. অধিকার মনে করে প্রকৃত গুমের সংখ্যা আরো অনেক বেশি। কারণ কর্তৃত্ববাদী সরকারের সৃষ্ট ভয়ের পরিবেশের কারণে তাঁরা মুখ খুলেননি।

3. Odhikar believes the actual number of victims of enforced disappearance are more than the documented cases. Victim-families did not open up due to a culture of fear created by the authoritarian regime.

৪. অধিকার আশা করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ভিকটিমদের তথ্যগুলো প্রদানের জন্য তাঁদের প্রতি আহবান জানাবে।

4. Odhikar hopes that the Commission of Inquiry on Enforced Disappearances will call on the victims and their families to provide information.

৫. গত ২৯ অগাস্ট ২০২৪ গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ গ্রহণ করার জন্য অধিকার অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছে। একই সাথে অধিকার আন্তর্জাতিক আইনের আলোকে গুমকে ”মানবতাবিরোধী অপরাধ” হিসেবে চিহ্নিত করে দেশীয় আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছে।

5. Odhikar welcomes the interim government for acceding to the International Convention for the Protection of All Persons from Enforced Disappearance on 29 August 2024. In the light of international law, Odhikar urges the government to enact a domestic law that criminalises enforced disappearances and categorizing enforced disappearance as crimes against humanity.

 

 

 

 

 

 

Subscribe

Subscribe to our e-mail newsletter to receive updates.