ব্যাপকভাবে কেন্দ্র দখল, জাল ভোট ও সংঘর্ষের মধ্যে দিয়ে ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও অধিকার কে ২০১৫ এর পৌরসভা নির্বাচন আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ করতে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর অধিকার এর পক্ষ থেকে নির্বচন কমিশনের সচিবকে চিঠি দিয়ে লিখিতভাবে এই ব্যাপারে জানাতে অনুরোধ করলেও নির্বাচন কমিশন কিছু জানায়নি। অধিকার কে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি না দিলেও অধিকার এর সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার রক্ষাকর্মীদের মধ্যে যাঁরা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তাঁরা স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে ৪৮টি পৌরসভায় নির্বাচনের তথ্য সংগ্রহ করেন এবং ভোটকেন্দ্রগুলোর বাইরে ও ভেতরের সার্বিক অবস্থা এবং সহিংস পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী তথ্য সংগ্রহ করা হয়। এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।