Odhikar

ত্রৈমাসিক মানবাধিকার প্রতিবেদন : জানুয়ারী-মার্চ ২০২২

অধিকার তার মানবাধিকার সংক্রান্ত কর্মকা- পরিচালনা করতে গিয়ে ২০১৩ সাল থেকে চরম রাষ্ট্রীয় নিপীড়ন ও হয়রানির সম্মুখিন হচ্ছে। রাষ্ট্রের চলমান হয়রানি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অধিকার মানবাধিকার লংঘনের বিষয়গুলো তুলে ধরছে। সরকার কর্তৃক নিপীড়ন, নিয়ন্ত্রণ ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে অধিকারকে তার মানবাধিকার সংক্রান্ত কর্মকা- পরিচালনার ক্ষেত্রে প্রবল বাধার সম্মুখিন হতে হয়েছে এবং প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সেল্ফসেন্সরশিপ আরোপ করতে হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতেও অধিকার এর সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার কর্মীদের পাঠানো প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে অধিকার ২০২২ সালের প্রথম তিন মাসের মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করেছে। এই প্রতিবেদনের মাধ্যমে ২০২২ সালের প্রথম তিন মাসের (জানুয়ারি-মার্চ) মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়েছে।

 এখানে  ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।

Subscribe

Subscribe to our e-mail newsletter to receive updates.