বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম সংবিধি, জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন এগেইনস্ট টর্চার, সিডোসহ বিভিন্ন সনদে অনুস্বাক্ষর করেছে। এরপরও নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নেয়াসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থনৈতিক ব্যাপক বৈষম্যের কারণে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত না হলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকার আশংকা থেকেই যাচ্ছে। মানবাধিকার লংঘনের গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ তৃতীয়বারের মতো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে, যা মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রের ব্যর্থতা এবং চলমান নিপীড়নকেই উৎসাহিত করছে।
২০১৭ সালের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এই রিপোর্টের পর্যালোচনায় ২০১৭ এর পূর্ববর্তী কিছু কিছু বিষয় এসেছে।
এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।
ছয় মাসের মানবাধিকার প্রতিবেদন ২০১৭
Themes
Members/Partners
- Anti-Death Penalty Asia Network (ADPAN)
- Asian Federation Against Involuntary Disappearances (AFAD)
- Asian Forum for Human Rights and Development (FORUM-ASIA)
- Asian Network for Free Elections (ANFREL)
- CIVICUS
- HURIDOCS
- International Commission of Jurists (ICJ)
- International Federation for Human Rights (FIDH)
- World Organization against Torture (OMCT)