এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভল্যান্টারি ডিসএপিয়ারেন্সেস (আফাদ) ‘Applying The Psychosocial Minimum Standards On Enforced Disappearances’ ম্যানুয়ালটি ২০১৫ সালে ইংরেজিতে প্রথম প্রকাশ করে। ২০২০ সালে অধিকার এই পুস্তিকাটি বাংলায় অনুবাদ করে। গুমের শিকার পরিবারগুলোকে মনোসামাজিক (সাইকোসোশ্যাল) সহায়তা দেবার উদ্দেশ্যই এই ম্যানুয়ালটি তৈরি করা হয়েছে। এই ম্যানুয়ালটি নির্দেশিকা হিসেবে তাঁদের সত্যসন্ধান, ন্যায়বিচার পাওয়া এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে শক্তি যোগাতে সহায়তা করবে। ম্যানুয়ালটির বাংলা অনুবাদ দেখতে নীচের লিংকে ক্লিক করুন।
Primer the Psychosocial Minimum Standards on Enforced Disappearances