এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভল্যান্টারি ডিসএপিয়ারেন্সেস (আফাদ) ‘গুমের ক্ষেত্রে নূন্যতম মনোসামাজিক মানদণ্ডের ব্যবহার’ বিষয়ক পুস্তিকাটি ২০১৫ সালে প্রথম ইংরেজিতে প্রকাশ করে। ২০২০ সালে অধিকার এই পুস্তিকাটি বাংলায় অনুবাদ করে। গুমের শিকার পরিবারগুলোকে মনোসামাজিক (সাইকোসোশ্যাল) সহায়তা দেবার উদ্দেশ্যই এই ম্যানুয়ালটি তৈরি করা হয়েছে। এই ম্যানুয়ালটি নির্দেশিকা হিসেবে তাঁদের সত্যসন্ধান, ন্যায়বিচার পাওয়া এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে শক্তি যোগাবে। সেই অর্থে, প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতা এবং ক্ষতি বিবেচনায় এনে সর্বাধিক সম্ভাব্য সৃজনশীলতা প্রয়োগ করা প্রয়োজন। আমাদের মনে করা উচিত নয় যে, সব ভুক্তভোগীরা একইভাবে বেঁচে থাকে এবং সমানভাবে প্রতিক্রিয়া দেখায়। বরং এই ম্যানুয়াল ব্যবহার করার সময় তাঁদের অভিজ্ঞতা, তাঁদের সংস্কৃতি, তাঁদের জাতিগত ও ধর্মীয় সম্পর্ক ইত্যাদি বিবেচনায় নিতে হবে। শুধুমাত্র আমাদের এই হস্তক্ষেপের ফলেই পরিবারগুলো তাঁদের প্রিয়জনকে না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চালিয়ে যাওয়ার শক্তি বজায় রাখতে পারেন।
এখানে ক্লিক করলে সম্পূর্ণ বইটি বাংলায় দেখতে পাবেন।